গ্রাম বাংলার প্রকৃতি ও মানব জীবন
প্রকৃতি প্রিয় সবার কাছে, গ্রামের পরিবেশ শান্তির আবাস আনন্দের উৎস। গ্রামের মনোরম পরিবেশ হৃদয়কে আকৃষ্ট করে। নীল আকাশ, সবুজ ক্ষেত এবং নদীর তীরের গাছপালাসহ প্রাকৃতিক দৃশ্যমান অপরূপ।সেখানে আছে পাখির কিচির মিচির শব্দ, নদীর কুল-কুল ধ্বনি, গরুর হাম্মা হাম্মা ডাক।
বিকেলে আনমনে হাঁটতে থাকুন গ্রামের আঁকাবাঁকা মিঠু রাস্তা দিয়ে, দেখতে থাকুন সবুজ ধান খেত, মাঝে মাঝে ঝোপঝাড় বড় গাছ, আকাশে ভেসে বেড়ানো মেঘমালা। ভালো করে ঘ্রান নিন পাবেন মাটির গন্ধ, ফুলের সুবাস