MS Gazi24

মন খারাপ করবেন না, প্রিয় ভাই আমার দুনিয়াটা একটা নাট্যমঞ্চ। যে নাট্যমঞ্চে আপনি বারবার হেরে যাচ্ছেন। সবাই আপনার হৃদয় বারবার ভেঙে দিচ্ছে। তবুও আপনি দুনিয়ার সামনে অভিনয় করে যেতে হবে,কারণ দুনিয়া আপনার ভাঙ্গা হৃদয়ের মূল্য দিতে জানে না। কিন্তু ভেঙে যাওয়া অন্তরের খবর রব জানেন। চোখের পানিগুলো সবার সামনে লুকাতে পারলেও, রবের সামনে লুকাতে পারবেন না এবং মনের কষ্টগুলোও লোকাতে পারলেও রবের থেকে লুকাতে পারবেন না। কিন্তু আপনি কি জানেন ভাই?কত মানুষ দুনিয়ার লোভে রব কে ভুলে যেতে বসেছে? কিন্তু আপনি তো রবের দরবারে কাঁদতে পারছেন। শিশুর মত ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছেন! এটাও আল্লাহর নেয়ামত ভাই!!!

আপনি ব্যর্থ হবেন না (ইনশাআল্লাহ)। আর মুমিন তো জানে রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে।হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে! MS Gazi24