Home Made Ranna / ঘরোয়া রান্না

পরিবারের জন্য রান্না করাটা আমার জন্য একটা আনন্দের বিষয়। আমার হাতের রান্না করা খাবার যখন পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খায় সেটা দেখতে ভাল লাগে। নিত্যনতুন রান্নার রেসিপি দেখা এবং সেটা রান্নায় প্রয়োগ করাটা আমার একটা শখ। সেই শখের বসেই মূলত এই চ্যানেলটি খুলা। নিজের হাতে যত্ন করে করা রান্নাটা সবাইকেতো আর খাওয়ানো সম্ভব নয় কিন্তু সবার সাথে সেই রান্নার দৃশ্যটাতো শেয়ার করাই যায়। তাই ঘরোয়া রান্না/ home made ranna নামক এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে আমার তৈরি করা রান্নাটার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই।