Shashwato Jibon

এখানে আমার শাশ্বত জীবন দর্শনটা আপনাদের চোখে পড়বে। এক আজব জীবন যাপনে আমরা অভ্যস্থ হয়ে পড়েছি, যেখানে ভারসাম্যের বালাই নেই। তাতে কারোর খুব একটা লাভ হচ্ছে না; খুব বিচ্ছিরিভাবে জীবন, জগৎ, প্রকৃতি ও নিজেদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে। জীবন, জগৎ, প্রকৃতি ও নিজের স্ব স্ব কল্যাণের সেই সুষম সম্পর্ক বজায় রাখাটাই শাশ্বত জীবন। সেটা ‍মুখের কথা নয়। ভেতরের তাগিদ নিয়ে শাশ্বত জীবনের অনুসন্ধানে ছুটে চলাই আসল। সেই প্রচেষ্টাময় চলতি পথের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো।
In the videos here you will see my eternal life philosophy. We are used to living a strange life, where there is no balance. No one is getting much out of it; Life, the world, nature and our internal relationships are being destroyed in a very random way. Eternal life is to maintain that balanced relationship between life, world, nature and one's own welfare. It is not a word of mouth. It is true to run in search of eternal life with an inner urge. I will show you some images of that trying path.