STUDENT NEWS BD

Hi, Student News BD, আমরা এখানে বিসিএস, নন ক্যাডার, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রভাষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ব্যাংক ও সহকারী জজ নিয়োগ, যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্নের উত্তর আপলোড সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিষয়ক প্রশ্ন ও উত্তর এই চ্যানেলটিতে আপলোড করা হয় এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান ও গনিত বিষয়ক আলোচনা করা হয়। এছাড়া পদার্থ ও রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গনিত, সাধারন গনিত এসকল বিষয় আলোচনা করা হয়।

সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি,প্রশ্ন সমাধান,সাজেশন আমাদের চ্যানেলটিতে আপলোড করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোন খবরা খবর বা নোটিশ আগাম পেতে আমাদের চ্যানেলটি সাস্বক্রাইব করে রাখুন। যাতে করে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট আপনাদের কাছে পৌছাতে পারে।

এছাড়া শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোন বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন।

for business enquiry : whatsapp:01611812988

”কাঠালে কাটার বেড়া ভিতরেতে কোষ
তার তরে কেবা দেয় সেই ফলের দোষ
দেখিতে পলাশফুল অতি মণোহর
সুবাস বিহনে তার কে করে আদর”