Shopnopuri Garden

আমি আল নাহিয়ান, ছোট বেলা থেকেই গাছের প্রতি অসম্ভব একটা টানছিল, তবে এখন সেটা নেশাই পরিণত হয়েছে বলে আমি ইউটিব ভিডিও শুরু করেছি। আপনারা আমার ভিডিও দেখে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।যেমন, ধরেন আপনি কিভাবে গাছ লাগাবেন, পানি দিবেন, সার দিবেন, কাটিং করবেন, কীটনাশক দিতে হবে।গাছের জন্য জৈব সার,তরল সার দেওয়া, গাছ অতি স্থাপন করা। টবে গাছ লাগানো ও সবজি করা পরিচর্যা করা ইত্যাদি। বিভিন্ন গাছের নাম ও ও গাছে সম্বন্ধে জানতে পারবেন। আসলামলাইকুম।