হা: মাও: শামীম ওসমানী অফিসিয়াল

_আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ-🤝

👉 আমি আলহাজ্ব হাফেজ মাওলানা শামীম ওসমানী।

↪️ এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল" এটা ছাড়া আর আমার কোন ইউটিউব চ্যানেল নেই।

↪️ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি প্রতিনিয়ত যে মাহফিল গুলো করে থাকি সেই মাহফিল গুলোই এখানে ছাড়া হয় যা মূলত "কোরআন ও হাদিস থেকে সংগৃহীত।

↪️ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন - আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও।

👉 যেহেতু এখানে কুরআন ও হাদিসের আলোচনা ছাড়া হয়, দুনিয়ার কোন স্বার্থ নয় আল্লাহ এবং রাসূলকে খুশি করার উদ্দেশ্যে; -
তাই আপনার হাত দিয়ে যদি একটি কুরআনের বা হাদিসের কথা অন্য কেউ জানতে পারে, আর সেই অনুযায়ী যদি সেই ব্যক্তি আমল করে তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। In Sha Allah 🤲


↪️ পরিশেষে বলতে চাই-
ইসলামের কোন কাজ যদি আপনি দুনিয়াকে দেখানোর জন্য করেন তাহলে আল্লাহ তা'আলার দরবারে সেই আমল কবুল হবে না।

👉 যে কাজই করবেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্যই করবেন। -আল্লাহ তা'আলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন; এবং সহীহ শুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দান করুন।

ছুম্মা আমীন।🤲