SHANTI HARIR ANJALI
JOY HARICHAND JOY GURUCHAND

হরিচাঁদের গান।।Horichader gane।।মনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমণে।। পদ রচনা করেছেন অশ্বিনী গোঁসাই।।

হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি।। মহা সংকীর্তন।। পদকর্তা তারক গোঁসাই।।

হরিচাঁদের গান।। মহা সংকীর্তন।। হরি বল হরি বল, ভবে আর কি আছে বলো।। Makar Sankranti।।

হরিচাঁদের গান।। শ্রী শ্রী হরি সংগীত।। আমার জাত মেরে রেখেছে ঘরে হরিচাঁদ গুণমনি।।

হরিচাঁদ ঠাকুরের গান।। পদ রচনায় অশ্বিনী গোঁসাই।। চিত্ত পত্র লিখে পাঠাও দেখি শ্রী গুরুর কাছে।।

মহা সংকীর্তন।। তারক গোঁসাই এর গান।হরে কৃষ্ণ হরি বল।। মন তোর সাধের দিন তো অন্তহলো।।

হরিচাঁদের গান।।যে দেশে মোর মনের মানুষ সেই না দেশে যাব দয়াল আমি।। Sri Sri Hari sangit.

হরি চাঁদের গান।।রত্ন ডাঙ্গার বিলের কুলে ওকে সাজালেন হরি। পদকর্তা অশ্বিনী গোঁসাই।।

হরিচাঁদের গান।। Shri Shri Hari sangeet ।।প্রাণ খুলে ডাক হরিচাঁদে বসে নির্জনে।।

পড়াবো আবিরে রাঙাবো বধূরে, আনন্দ ধরে না হৃদয় ❤️❤️❤️❤️💓💓💓💓💓💓

সোনার গুরুচাঁদ, এ জীবনে কত কিছু পাব দরশন।। শিল্পী প্রফুল্ল বিশ্বাস পলতা।।

Harichand Thakur gaan।।কর শ্রীগুরু কান্ডারী।।

Sri Sri Harichand Thakurer gaanঅকুল ভবদি নিরে তীরে হরি দয়াময়।। পদ রচনা করেছেন অশ্বিনী গোঁসাই।।

Horichader gaanতোমার আশায় বকুল তলায়।। শ্রী শ্রী হরি সংগীত।।পরিবেশনায় শান্তি সত্য ভামা মহিলা দল।।

গৌড় ভজন ।।মনরে কহোনা গৌর কথা।।

Sri Sri Hari sangeet।।তোমাকে বাসিবো ভালো এই ভিক্ষা চাই।। Tomake basibo Bhalo।।

Shri Shri Hari sangeet।।ভূতলে চাঁদ নেমেছে ভুবনমোহন।।পরিবেশনায় শান্তি সত্য ভামা মহিলা দল।।

হরিচাঁদের গান।।শ্রী হরি সংগীত।।অহৈতুকী প্রেমভক্তি কই ঘটল অবলার ভাব।। শিল্পী গৌতম ব্রহ্ম।।

আমার গানের মালা আমি করবো কারে দান।। Amar ganer Mala Ami korbo Kare daan।।

হরিচাঁদের গান।।ভব ব্যাধি সারবি যদি, নামৌষধি করো গ্রহন। পদকর্তা অশ্বিনী গোঁসাই।শিল্পী সমীর বিশ্বাস।

এইবারও করুণা কর বৈষ্ণব গোঁসাই।। AI bar korona karo Vaishnav gosai।।

মহা সংকীর্তন।। Maha sankirtan।। উপায় নাই হে গৌর হরি তোমা বিনে।।

মহাসংকীর্তন/ভোলামন সদাই করো কুমন্ত্রণা/পদ রচনা করেছেন তারকগোঁসাই/পরিবেশনায় শান্তি সত্যভামা মহিলাদল।

হরি চাঁদের গান।। গুরুচাঁদের গান।।তোমাকে বাসিবো ভালো এই ভিক্ষা চাই ।। পদরচনায় অশ্বিনী গোঁসাই।।

আমার মন নিলো যে জন হরে,পাই কোথায় তারে।। মহা সংকীর্তন।।পরিবেশনায় শান্তি সত্য ভামা মহিলা দল।।

হরিচাঁদের গান/ঝাঁপদেরে প্রেমেরগোলায়,ডুবদেরে প্রেমেরগোলায়/শ্রীশ্রী হরিসংগীত/পদরচনায় অশ্বিনী গোঁসাই

হরিচাঁদের গান।। Sri Sri Hari sangeet।।এই দেখাতো শেষ দেখা ভাই বালাই লয়ে যাই।।

তোরা সব যাগো সজনী/মহা সংকীর্তন/পদ রচনা করেছেন হরিবর সরকার/পরিবেশনায় শান্তি সত্য ভামা মহিলা দল বগুলা

হরিচাদের গান।।কত গুনে হরি আমার গুণে বলিহারি।।hariSangeet।। পদ রচনা করেছেন অশ্বিনী গোঁসাই।।

যদি শান্তি ধামে যাবি, নিঃস্বার্থ গুরুতত্ত্ব পরমাত্ম্ অর্থ পাবি ( Hrichand thakur song )