Alor Sondhane আলোর সন্ধানে

ভারতীয় মনীষীদের জীবনের কিছু সত্য ঘটনা, বক্তৃতা, কথোপকথন , চিঠি বা অন্যান্য লিখিত নথি থেকে প্রাপ্ত তথ্যকে সম্বল করে মানুষের কাছে তাঁদের সরলতা, মহানুভবতা, মহত্ত্বের কাহিনী পৌঁছে দেওয়াই এই চ্যানেলের প্রধান লক্ষ্য। তাঁদের জীবনের গল্প থেকে যদি আমরা নিজেদের জীবনে কিছু শিক্ষা লাভ করতে পারি, যা আমাদের মনের অন্ধকার ঘুচিয়ে জ্ঞানের আলো জ্বালতে পারে, তাহলে সেটুকুই হবে এই চ্যানেলের সার্থকতা।