Kamal Pasha
I am a child of a freedom fighter. My promise is to implement the consciousness of the war of freedom.
রমজানের উছিলায় আল্লাহ তোমার রহম চাই-
রাতের আঁধারে ভারী বৃষ্টি হচ্ছে, আন্দোলন সংগ্রামের শাহবাগে, আল্লাহ আপনি দয়া করুন।
অতিরিক্ত বর্ষনে লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চল ও আমাদের চরশাহী গ্রাম প্লাবিত।
শুভ জন্মদিন, ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়--
মেট্রোরেলে আমি চড়ব নাকি সরকার চড়বে, প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। #Bangladesh
তবুও ভালো থাকুক প্রাণের বাংলাদেশ।
স্বাধীনতার ৫৪ বছর পরেও রাজাকারের তালিকা প্রকাশিত হয়নি। তালিকা তৈরি এখন সময়ের দাবি।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা বাঙালির শেষ ঠিকানা প্রিয় নেত্রী শেখ হাসিনা।
কোটা বাতিল নয়, বহাল থাকবে। আন্দোলনর বিরুদ্ধে মুক্তি যোদ্ধা সন্তানদের বিক্ষোভ মিছিলভেদরগঞ্জ, শরীয়তপুর
কোটা ব্যবস্থা স্থগিত না করে স্থিতাবস্থা বা Status-Quo দেওয়া হয়েছে।
কোটা বহাল থাকছে। দেশের স্বার্থে সবাই এক হয়ে লড়াই করতে হবে।
বৈশম্য দূরীকরণে চাকুরীতে কোটা বাস্তবায়ন চাই। মেহেদী হাসান, সভাপতি- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সরকারী চাকুরীতে কোটা প্রসঙ্গে আলোচনা করছেন, মেহেদী হাসান সভাপতি- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। #কামাল_পাশা #চরশাহী #লক্ষ্মীপুর
রোজ হাসরে আল্লা আমার করোনা বিচার আল্লা করোনা বিচার। বিচার চাহেনা তব দয়া চাহি এই গুনাগার।
৭জুন ঐতিহাসিক ৬দফা দিবস- ২০২৪ইং
আমার ভাগ্য বড় আজব যাদুকর।
গ্রামের মেঠোপথে ভেন গাড়ীতে চড়ে ঘরে পিরছেন।বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা।
চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল ভাই এর অসুস্থতায় হাসপাতালে দেখতে আসেন নেতৃবৃন্দ।
বন্ধুর প্রেমও জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া নিবাই
সকল বাঁকায় বাইলাম নৌকা, বাঁকারে না চিনি রে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড 💗😌
ছায়া বাজী পুতুল রুপে বানাইয়া মানুষ যেমনে নাছাও তেমনে নাছে পুতুলের কি দোষ।
আগে জানি নারে দয়াল তোর পিরিতে পরান যাবে।
ঊনবিংশ শতাব্দীর মানুষের কাছে স্মৃতি, আর বিংশ শতাব্দীর মানুষের কাছে রুপকথার গল্প।
জীবন সংগ্রামে হকার বাংলাদেশ।
বন্ধু আমার খুব শেয়ানা আমার কথা আর শুনেনা, ঘুইরা বেড়ায় নতুন শহরে।
সবি তুমি জান রে পাগলা সবি তুমি জান, তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন।
মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার চাউনি দেব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে, মহা কালের ঘুম ঘুমাবো।
কিবা যাদু জান বন্ধু রে, মনের মানুষ তৈরী করে দুঃখ দিয়া মার বন্ধু রে।