Mahabub Tutorial

Mahabub Tutorial পরিবারে তোমাকে স্বাগত জানাই। মূলত পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের চ্যানেলে স্কুলের ছাত্র এবং ছাত্রীদের জন্য অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন প্রদান করা হয় যাতে ভবিষ্যতে স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা আরো কয়েক ধাপ এগিয়ে যেতে পারে। এবং SSC, RAILWAY, WBP/KP, WBPSC গাইড করা হয়। তোমাদের সাফল্য আমার মূল উদ্দেশ্য।