Sonjoy Prasad Mallick

যা হয়েছে তা ভালই হয়েছে,
যা হচ্ছে, তা ভালই হচ্ছে।
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে- যে তুমি কাঁদচ্ছো?
তুমি কি নিয়ে এসেছিলে- যা হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ- যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ।
যা দিয়েছ, এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে,
কাল তা অন্যকারো ছিল।
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে
পরিবর্তনই সংসারের নিয়ম।
----------------------------------------------------------------------------------------- শ্রীমদ্ভগবদ গীতা

“সেবা করো তৎপরতার সাথে।
দান করো নির্লিপ্ত ভাবে।
ভালোবাসো নিঃস্বার্থভাবে।
ব্যয় করো বিবেচনার সাথে।
তর্ক করো যুক্তির সাথে।
কথা বলো সংক্ষেপে।“
--- স্বামী বিবেকানন্দ