Abir Khandakar

তুমি কোনোদিন জানলে না
কবির অন্তরে কতটা কবি বাঁচে।
তুমি কোনোদিন জানবে না
কতটা ভালবেসে
অকারণে মানুষ কবি হয়।
তুমি কোনোদিন বুঝবে না
কবি কতটা দুঃখ হাসিতে লুকায়।
আবীর