মুমিনের এর পথ

About

আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক,

মুমিন এর পথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আমার এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। সব নবী–রাসুলই দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু নতুন কোনো নবী ও রাসুল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।
উম্মতে মোহাম্মদির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো দাওয়াত, আদেশ-নিষেধ, দিন প্রতিষ্ঠা বা নসিহতের দায়িত্ব। এই দিনি দাওয়াত যে ব্যক্তি পালন করবে, সে সফলতা অর্জন করবে। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর তারাই সফলকাম’। মুমিন এরপথ ইউটুব চ্যানেল সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।

যদি আর একটিও ভিডিও মিস না করতে চান, তবে এক্ষুণি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
ধন্যবাদ
#islamicvideosong ,# islamic_video_BD,,#মুমিন_এর_পথ