OsaiFeeR

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিসমিল্লাহির রহমানির রহিম ।

(সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য । যিনি পরম করুনাময় অসীম দয়ালু । যিনি বিচার দিবসের মালিক । সূরা ফাতিহা ১-৩ )

এটি একটি ইসলামিক চ্যানেল। সবকিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়েছে । আল্লাহ তাআলার নিকট সকল সাফল্য । আল্লাহ যেন এই চ্যানেলের সফলতা দান করেন। আমিন ।

আমি মোঃ ওবায়দুর রহমান জনী ওরফে ওবায়দুল্লাহ আশরাফী, পিতা মরহুম আশরাফুল আলম, মাতা রোকসানা খাতুন শরিফা, গ্রাম কিত্তিনগর, পোস্ট ঈমানপুর, থানা ইসলামী বিশ্ববিদ্যালয়, জেলা কুষ্টিয়া । এই চ্যানেলের পরিচালক ও মালিক ‌।

এই চ্যানেল খোলার একমাত্র উদ্দেশ্য হলো, আমি একদিন মরে যাবো, কবে চলে যাবো জানিনা, তবে যতদিন বেঁচে থাকব ততদিন ইসলামীক ভিডিও আপলোড করতে থাকবো । হে আরশের মালিক মহান আল্লাহ তায়ালা আমার সৃষ্টি কর্তা আমার এই নগন্ন কাজটুকু সাদকায়ে জারিয়া ও জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিন । আমীন ।

ওবায়দুল্লাহ আশরাফী ।