PhotoBoron

"বাংলাভাষায় বিজ্ঞানচর্চা"

ইউটিউবে বিজ্ঞান বিষয়ক অনেক চ্যানেলিই রয়েছে। কিন্তু হয় তা হিন্দিভাষী নতুবা ইংলিশ। বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক চ্যানেলের সংখ্যা খুব কম। আমি আমার সাধ্যমত বাংলার বিজ্ঞান কমিউনিটি তে অবদান দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের দ্বারা।

এই চ্যানেলে থাকবে Physics (পদার্থবিদ্যা), Chemistry (রসায়ন), Mathematics (গণিত), Biology (জীববিদ্যা) ইত্যাদি সম্পর্কিত আলোচনা। সহজ-সরল ভাষায় বিজ্ঞানচর্চাই আমার উদ্দেশ্য।

আমার নাম বিশ্বায়ন রায় চৌধুরী। খাতায় কলমে এক দ্বাদশশ্রেণীর ছাত্র হলেও নিজেকে একজন বিজ্ঞানুরাগী বলেই পরিচয় দিয়ে থাকি।