Cook & Kitchen

রান্না একটি শিল্প। একটা প্রবাদ আছে “যে রাধে সে চুলও বাধে”। রান্নাবান্না আমার উপমাহদেশের একটা ঐতিহ্য। সেই রাজা বাদশাহর আমল থেকে রান্না বান্নার একটা শাহী প্রভাব এখনো আছে। দাদী নানীদের দিকে তাকালেই আমাদের অনেক রান্না বান্না মনে পড়ে যায়। মুলত পুর্ব যুগে সাধারনত মহিলারাই এই রান্না বান্নার কাজে বেশির ভাগ ব্যস্ত সময় পার করত। কিন্তু বর্তমান সময়ে এটা আর সেই আমলের মত রান্না ঘরে মহিলাদের ভেতর সীমাবদ্ধ নাই। এটা এখন সকলস্তরেই চলমান একটা ব্যাপার হয়েছে।
মুলত শৈল্পিক গুনাবলী যে কেও অর্জন করতে পারে, সে হোক নারী কিংবা পুরুষ।
এটা নিয়ে বর্তমান বিশ্বে একটা গবেষনার বিষয় বস্তু তৈরী হয়েছে। গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়, ফ্যাকাল্টি।

আসসালামু আলাইকুম,
সবাই কে আমার কুক এন্ড কিচেন (Cook & Kitchen) চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আমি চাহিদা অনুযায়ী সহজ, পুষ্টিকর ও সুস্বাদু রান্না প্রাণালী উপস্থাপনের চেষ্টা করছি।