Gourmet Santanu

বন্ধুরা দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বিখ্যাত পত্র পত্রিকায় বিভিন্ন হোটেল , রেস্তোরাঁর খাওয়াদাওয়ার হদিশ , বিখ্যাত শেফেদের রেসিপি সংক্রান্ত বহু লেখা আমার কলমে লিখেছি । এরপর 2003 সাল থেকে বিখ্যাত বাংলা স্যাটেলাইট চ্যানেলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁর খাবারের হদিশ ও বিখ্যাত খাবারের রেসিপি দেখিয়েছি , বিভিন্ন পেশার বিখ্যাত মানুষেরা উপস্থিত থাকতেন বিশেষ পর্ব গুলিতে। এইসব অনেক অনুষ্ঠান আপনারা YouTube এ দেখেছেন। আপনাদের কাছ থেকে দীর্ঘ কয়েক বছর অনেক সহযোগিতা ও ভালবাসা পেয়েছি। শুভানুধ্যায়ী দের অনুরোধে এবার নিজের YouTube চ্যানেল চালু করলাম। আপ্রাণ চেষ্টা করব খাওয়া দাওয়া সংক্রান্ত ভাল কিছু অনুষ্ঠান আপনাদের উপহার দিতে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য । আশা করি আমার নতুন যাত্রা পথে আপনারা আমার পাশে থাকবেন।
9051495804 / 6291834442