Shantir Barta(শান্তির বার্তা)
আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,
আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন।
একজন মুসলিম হিসেবে আমাদের জানা অত্যন্ত জরুরি — আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আমাদের দায়িত্ব কী? আমরা কাকে অনুসরণ করবো?
আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করবো ইসলামের আলো ছড়িয়ে দিতে —
★ আল্লাহর আদেশ ও নিষেধ তুলে ধরতে ★দোয়া ও আমলের ফজিলত ব্যাখ্যা করতে ★প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনের শিক্ষা শেয়ার করতে
আমি নিজেও ইসলাম সম্পর্কে জানতে চাই, শিখতে চাই এবং যা জানি তা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
যদি কোথাও ভুল করি বা ভুল কিছু বলি, তাহলে ভালোবাসার সাথে সংশোধন করে দিবেন। আমি শিখছি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি যেন আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারি।
🌸 দোয়া করি—আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, দ্বীনের পথে অটল রাখুন, এবং আমাদের নেক আমলের দ্বারা জান্নাত দান করুন। আমিন।
🤲 ভিডিওটি যদি উপকারে আসে, তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে।
🔔 সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলাম প্রচারের এই ক্ষুদ্র প্রচেষ্টায়।
★ আল্লাহ যেন আমাদের সঠিক পথ দেখান– আমিন।