Sohoje Shikhi

আস্সালঅমু আলাইকুম।
সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আমি নিয়ত করেছি আমার নিজের জায়গা থেকে যতটুকু জানি, তা আপনাদের কাছে পৌছে দিব। যেহেতু নবী করিম (স.) বলেছেন। আমার একটি বাণী হলেও পৌছে দাও। সেই কথার অনসারে এই ইউটুব চ্যানেলটি ওপেন করেছি। এই চ্যানেলটির মাধ্যমে পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়া সম্ভব।

অশাকরি সবাই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।