Mir Minhaj Hossain

ذَٰلِكَ ٱلْكِتَٰبُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ
"এটি এমন একটি কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত" (সুরা বাকারাহঃ২)

আল্লাহ কুরআন শুরু করেন এটা বলে যে কুরআন তোমাদের হিদায়াত এর বই। এখান থেকে তোমরা সত্য পথের সন্ধান পাবে। কিন্তু আমি যদি শুধু কুরআন পড়ি ও তাতে কি বলা আছে তা না বুঝি, আমি কি সেই হিদায়াত পেতে পারব? এর উত্তর হল না।

তাই এই চ্যানেলটিতে কুরআনের তাফসির, কুরআন থেকে শিক্ষা, বিভিন্ন আয়াতের ব্যাখা দেওয়া হবে।
এবং সহজ ভাষায় কুরআনের আয়াতগুলোর অর্থ ও প্রতি আয়াতের থেকে কি কি আমল পাই তা শিখব।

ইনশাল্লাহ এখান থেকে আমরা কুরআন এর অর্থ জানতে ও বুঝতে পারব। আল্লাহ আমাদের কিভাবে কুরআন এর মাধ্যমে হিদায়াত দেন তা জানব এবং আমাদের মাঝে কুরআনের ভালবাসা নতুন করে নিয়ে আসতে পারব। কুরআনের অর্থ বুঝব এবং এই অনুযায়ী আমল করব। আল্লাহ এই চ্যানেল এর মাধ্যমে আমাদের হেদায়াত দিন এবং আমাদের সকলকে কুরআন বুঝতে দিন এবং আমাদের তার সন্তুষ্টভাজনদের অন্তর্ভুক্ত করুক।৷৷৷৷৷

আমিন।