Sanatani Kutir

ভক্তিমূলক চ্যানেল "সনাতনী কুটির"-এ আপনাকে স্বাগত জানাই।চ্যানেলটি শুধুমাত্র ধর্মীয় চ্যানেল। ভগবানের নাম প্রচার করার জন্য "সনাতনী কুটির" এগিয়ে এসেছে আপনাদের নিকট। বর্তমানে এই কলিযুগে, কলির প্রভাবে ধর্মীয় অবমাননা ও অপপ্রচার হেতু,আদি সনাতনী ধর্মে ফিরিয়ে আনতে তৎপর এই চ্যানেল। যেমন করে পরম দয়াল নিত্যানন্দ ও শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু, অকাতরে সেধে যেচে বিনামূল্যে, জীবের ঘরে ঘরে হরির নাম বিতরণ করে, পতিত জীবে উদ্ধার করে, উদ্ধারের যে পথ দেখিয়েছেন,সেই পথ অনুসরণ করে,আপনাদের নিকট এই "সনাতনী কুটির," ধর্ম প্রচারকদের নিকট গিয়ে, ধর্মীয় সঙ্গীত, আলোচনা, পাঠ আদি ভিডিও রেকর্ড করে, আপনাদের নিকট পৌঁছে দিতে ব্রতী হয়েছে। তাই এই ধর্ম প্রচারকে সহযোগিতা করতে, এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে উৎসাহিত করুন, যাতে সারাজীবন এই চ্যানেল আপনাদের সেবার অধিকারী হয়ে থাকতে পারে। ভিডিওগুলি দেখুন এবং ধর্ম প্রচারার্থে অপরকে দেখতে শেয়ার করে দিন। যত বেশি শেয়ার হবে, তত বেশি ধর্ম প্রচার হবে আপনাদের সহযোগিতায়। তাই এগিয়ে আসুন সবাই, সনাতন ধর্ম প্রচার করে, কলিহত জীবের অন্তরে ভগবানের স্থান করে, জগৎ কল্যাণ করতে আপনিও সঙ্গ লাভ করুন।