Ananya'r Sathe

নমস্কার আমি অনন্যা। নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো আমার নেশা।সময় সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়ি নতুনত্বের সন্ধানে।সে হতে পারে কাছে,দূরে,দেশে,বিদেশে।কখনো ইতিহাসের খোঁজে পুরোনো ইঁট কাঠ পাথর,হারিয়ে যাওয়া অতীত,আবার কখনো ঝাঁ চকচকে প্রাসাদ।হেরিটেজের ওপর ভালো লাগা থেকে আপনাদের নিয়ে যাব সেই সব জায়গায় বারবার।তবে অরণ্য,মরুভূমি বা পাহাড়ের হাতছানিকেও অস্বীকার করা সম্ভব নয়।আমার চোখ দিয়ে যা কিছু ভালো লাগা নতুনত্ব,সে জায়গার অভিনবত্ব হতে পারে,আবার খাবারের বা অন্য কিছুরও অভিনবত্ব হতেই পারে তা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো।আপনারা নিশ্চই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে পথ চলবেন আশা করি।