Iti Moupiya

সুধী,
আশাকরি ভালো আছেন সবাই...
আচ্ছা আপনার আমার সবার বুকের ভিতর অনেক গল্প জমে আছে তাই না? থাকবে না কেন? আসলে একেকটা জীবন একেকটা উপন‍্যাস। চাইলে ভেঙে ফেলা যায় অনেকগুলো ছোট বড় গল্পে। কিছু গল্প নিঝুম রাতে জোনাকির মতো এসে বসে অশ্রুদানার উপর। কিছু গল্প সারাজীবন জ্বলজ্বল করে মাথার উপর ধ্রুবতারা হয়ে। সেই সব গল্প জমিয়ে আপনাদের হেডফোনে সাপ্লাই দিতে আসছি আমি। ক্লাসিক থেকে শুরু করে কনটেম্পোরারি, হাসি কান্না ভয় থ্রিলের এক ইউনিক ব্লেন্ড নিয়ে। আপনার হেডফোন যদি আপনার জীবনের মতোই জড়িয়ে বসে থাকে, অথবা আপনার মতোই লো ব‍্যাটারি হয়ে ল‍্যাদ খেয়ে পড়ে থাকে শিগগিরই জোট ছাড়ান অথবা চার্জে বসান। কারণ আমি এসেছি গল্প শোনাতে।

ইতি, মৌপিয়া।