F e E l i n G s - অনুভূতি (ADMIN)

বাংলাদেশে মাদকের বিস্তৃতি আজ ভয়াবহ রূপ লাভ করেছে। দেশের তরুণ ও যুবসমাজ ব্যাপক হারে মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের মরণ ছোবলে আক্রান্ত তরুণ ও যুবসমাজ ধ্বংসের গহ্বরে নিমজ্জিত। বর্তমান সমাজে মাদক জন্ম দিচ্ছে একের পর এক অপরাধ।
আসুন, মাদকের ভয়াবহতা রোধে আজই শপথ গ্রহণ করি। এই মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আওয়াজ তুলি- 'মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি'।