Haradhan Maul
pal pal dil ke pass
kishore kumar
তুমি যেমন নুপুর হয় ।
ইমন বলো বসন্ত বলো ভৈরবী বা পূরবী।
ওই শোন পাখিও বলছে কথা।
হে গিরিধারী কৃষ্ণ মুরারী।
তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়ে ছিলে।
কে তুমি তন্দ্রা হরনী দাড়িয়ে আমার চোখের আগে।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না এ মন।
নীলে নীলে অমবর পর চাদ যব আয়ে।
চিতাতেই সব শেষ এই তো জীবন।
পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন।
তোমরা আসবে তো ভালো বাসবে তো।
গঙ্গা আমার মা পদ্মা আমার মা।
আজ মিলন তিথির পূর্ণিমা চাদ মোছায় অন্ধকার।
জানি যেখানেই থাকো এখনও যে তুমি মোর গান ভালো বাসো।
মায়াবন বিহারিণী হরিণী।
এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না।
ওগো কাজল নয়না হরিনী।
আমি মানুষ ও হয়য়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি।
আমার পূজার ফুল ভালো বাসা হয়ে গেছে।
আমার সাধ না মিটিল আশা না পুরিল সকলই ফুরায়ে যায় মা।
শ্যামা মা কি আমার কালো।
তুই নাকি মা দয়াময়ী।
মোর স্বপনের সাথী তুমি কাছে এসো।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন।
নীড় ছোটো ক্ষতি নেই আকাশ তো বড়ো।
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম।
চির দিন ই তুমি যে আমার------
তুমি আমার আশা আমি তোমার ভালোবাসা।
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।