Technical Math by Tania

আসসালামু আলাইকুম। Technical Math of Tania চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। আমি তানিয়া আক্তার রেশমী।

এই চ্যানেলটিতে আমি বিভিন্ন শ্রেণীর অংকের সমাধান দেওয়ার চেষ্টা করছি। একেবারে ছোট ক্লাস থেকেই অংকের বেসিক ধারনা দিয়ে তোমাদের অংকের ভিত্তি স্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি তোমরা আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করবে।

অংক নিয়ে দুঃচিন্তা আর নয়।। তোমাদের প্রতিটি অংক পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমার। মুখস্ত করে অংক শেখার দিন শেষ। আমরা অঙ্ককে মুখস্ত নয় বরং আত্মস্থ করতে চাই।
সাবলীল ভাষায় সহজ করে প্রতিটি অংক বুঝিয়ে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

তবে আর দেরি কেন! এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল🔔 বাটনটিতে প্রেস করতে ভুলো না কিন্তু 😊।


ধন্যবাদ।