SUNDOR ISLAM

Channel Link--- https://www.youtube.com/@SUNDOR_ISLAM
আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক
আমাদের সমাজে একটি বিষয় লক্ষ্যনীয় – ইসলামের বিষয়গুলো মানুষকে জানাচ্ছে ঠিক,
কিন্তু অনেকে আছেন তারা নিজের মনের মতো ব্যাখ্যা করে, বর্ননা করে, সমাজে প্রচার করছে।
তাহলে কি হচ্ছে ?????? ইসলামের প্রচার —-- নাকি —-- ইসলামের ধ্বংস।

অথচ ইসলামের প্রত্যেকটি বিষয়ের খুটিনাটি বিষয় সম্পূর্ণ বনর্না দেয়া আছে।
তাহলে বর্তমান সমাজে যারা ইসলামের বিষয়গুলো বলছে এবং নিজের মতো করে মানুষকে বুঝানো হচ্ছে।

এই আশা মনে নিয়ে আল্লাহর নাম নিয়ে "" সুন্দর ইসলাম "" নামে একটি চ্যানেল তৈরী করার চেষ্টা করেছি।
কিন্তু আমি একা এত বড় দায়িত্ব পালন করতে আপনাদের সহযোগিতা, পরামর্শ কামনা করছি।

এই চেনেলের লক্ষ ও উদ্দেশ্য হলো —-- ইসলামের শিক্ষনীয় বিষয়, নবীদের ঘটনা ও উপদেশ, নবীদের জীবনী, সাহাবাদের কথা, নেককার লোকদের আলোচনা।
ইসলামের ভালো-মন্দ। এবং ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো পৃথিবীর সকল মুসলমানদের কাছে পৌছিয়ে দেওয়া।

আল্লাহর কাছে সাহায্য কামনায়, বিদায় নিলাম।
ইসলামের জন্য —- আপনারা আমন্ত্রিত। সাথে আসুন এবং পাশে থাকবেন।

ধন্যবাদ