CBF media

জাগ্রত হোক মানবতার প্রতিটি ঘরে ঘরে তৈরি হোক রক্তদাতা। এই স্লোগান নিয়ে মাঠ পর্যায়ে ২৭ জুন ২০২০ সালে এই পরিবারে যাত্রা শুরু হয়। সারাদেশব্যাপী রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে এবং রক্তদান কার্যক্রম চলমান রাখতে সিবিএফ পরিবারের পথ চলা।

দেখুন ৫০০গ্রাম পানি কিনতে ১৫ টাকা লাগে। আর সাড়ে ৪৫০ মিলিগ্রাম রক্ত পাচ্ছেন বিনামূল্যে। তাই গ্রামগঞ্জে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যেই এবং প্রতিটি ঘরে ঘরে রক্ত তৈরি করার লক্ষ্যে যুগের হওয়ায় কালের পরিবর্তনে গুটি গুটি পায়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে। দেশের দুর্যোগ ও ক্লান্তিকর সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতার পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য খাতে বরগুনা বেতাগী মির্জাগঞ্জ উপজেলার মধ্যে এক দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান সিবিএফ।

সংগঠনের সকল কার্যক্রমের ভিডিওচিত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আপনার মতামত সহ পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

মানুষ মানুষের, জীবন জীবনের।
অসুস্থ মুমূর্ষ মানুষের হাসি আমরা ভালোবাসি।
সকল ভাল কর্মে দিনবদলের পথে অবিচল আমরা।
চান্দখালী ব্লাড ফাউন্ডেশন (CBF) বাংলাদেশ
বেতাগী বরগুনা।