Aarshi A2

গীতা বলেছে ভক্তিই জ্ঞানের সোপান এবং ভগবত প্রাপ্তির শ্রেষ্টতম পথ ।একমাত্র ভক্তি দ্বারাই শ্রীকৃষ্ণ তত্ত্ব প্রাপ্তি সম্ভব ।ভক্তি প্রাপ্তি হলে তবেই শরণাগতি হতে পারে । শরণাগত ভক্তকে ভগবান স্বয়ং উদ্ধার করে থাকেন ।

শ্রীমদ্ভগবত গীতার প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোকের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে প্রত্যেকেই খুব সহজ সরল ভাবে গীতাকে বুঝতে ও জানতে পারে ।

স্বয়ং ভগবানের মুখনিঃসৃত এই ধর্ম বাণীই শ্রীমদ্ভগবত গীতা রূপে আত্ম প্রকাশ করে। হিন্দুদের এই পবিত্র ধর্ম গ্রন্থ সকল বর্ণ ধর্ম আশ্রম ও সম্প্রদায়ের প্রতিটি মানুষের উপযুক্ত ও গ্রহণযোগ্য এক সর্বশ্রেষ্ঠ ধর্ম দর্শন যোগ ।
গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে, ব্রহ্ম প্রাপ্তির পথ প্রদর্শন করে এবং মুক্তি প্রদায়ক হয়। কী ভাবে এই জন্ম মৃত্যু চক্র রূপ দুঃখময় সংসার হতে মুক্তি প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে । 🙏🙏🙏

SUBSCRIBE MY YOUTUBE CHANNEL FOR MORE SUCH MOTIVATIONAL VIDEOS.

Please give me support
Thank you.