প্রমোদ তরী
বাংলা গান
গল্প
পাখিরা যায় উড়ে,
শেষ দেখাটাও দেখলিনারে
তুমি আমার মনের মানুষ
কারে দেখাবো মনের দুঃখ গো।
আমার থেকে বেশি ভালো, কে ভাসিতে তোমারে।
বাধন হারা মনটা আমার শাষণ বারণ মানেনা।
ঘরের লক্ষি প্রানের ময়না আমার জানের জান।
একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে,
সুখে আমার বুক ভেসে যায়,ভালোবাসার কান্নায়।
না জানি কোন অপরাধে,আমার এই জীবন।
মায়ের এক ধার দুধের দাম,কাটিয়া গায়েরও চাম।
তুমি আমার এমনি একজন,যারে এক জনমে ভালোভেসে ভরবেনা এই মন।
আমি মরিয়া হইবো শ্রী নন্দের নন্দন।
আমি সাম্মের গান গাই,আমার চোখে পুরুষ আর রমনি কোন বেধাবেধ নাই।
মুখ দেখে কি মানুষ চেনা যায়।
মাটির উপর রবো,মাটি হবোরে।
দুই ফোটা চোখের জ্বল ফেলেছ তুমি।
সাগরের মতই গভীর, আকাশের মতই অসীম।
কি এমন ভুল করেছি
মনের রাজ্যে ছিল একে এমন রাজ কুমারী।
চোখ সরেনা মন ভরেনা।
কি এমন ভুল করেছি, বলনা বিধাতা।
তুমি কানবা সেদিন,জানবা যে নাই আমি আর বেঁচে।
তোমায় খুব বিরক্ত করছি
না দেখিতাম যদি তারে
কাগজের নৌকা করে
স্বজনী আমিতো তোমায় ভুলিনি।
তোর মতো এমন দুঃখি জানিনা কে আছে।
এমন একটা জীবন দিলা