islamik jindegi (Islamic জিন্দেগী)

It is a Islamic educational platform.
Islamic জিন্দেগী চ্যানেলটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক প্রচারের মাধ্যম।এখানে সুমধুর কন্ঠের কোরআন তেলোয়াত শুনতে ও দেখতে পাবেন। কুরআন শরীফের বিভিন্ন সূরা অর্থসহ শোনা যাবে।এই চ্যানেলটিতে বিশিষ্ট আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সির কোরআনগণের যুক্তিসংগত কোরআনের তাফসীর শুনতে পারবেন। হাদীস ও কুরআন সুন্নার আলোকে বিভিন্ন প্রশ্নের সুন্দর উত্তর খুজে পাবেন। এছাড়াও এখানে বাংলা ইসলামিক সংগীত বা গজল ও বিভিন্ন দেশের হামদ্ নাত বাংলা ভাষাভাষীদের কাছে উপস্থাপন করা হবে। বিভিন্ন্ আলেমগণের মতামত তুলে ধরা হয়। ইসলামিক শিক্ষামূলক শর্টফিল্ম, ইসলামিক নাটক, ইসলামিক বাচ্ছাদের কার্টুন দেওয়া হয়।