KAUSAR ALI 06

কাউসার আলী একটি হালাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর টিম। "আমার পক্ষ হতে একটি বাণী হলেও অন্যের নিকট পৌঁছে দাও” রাসুলের (স.) এই হাদীস আমাদের পথ চলার পাথেয়। এর সাথে আমরা সমাজ সচেতনতা মূলক ভিডিও বানাই। যা থেকে সোসাইটির মানুষ একটা সুন্দর মেসেজ পায়। আমরা ইসলাম পরিপন্থী ও সমাজ বিধ্বংসী কোন প্রকার ভিডিও তৈরী করা থেকে বিরত থাকি।

উদ্দেশ্য: আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জন।