অমৃতের সন্ধানে পথ চলা।

This is a motivational spiritual channel. This channel relates to Indian spiritual heritage. It is a spiritual educational channel.এই চ্যানেলে বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়ের আলোচনা করা হবে। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থ থেকে পাঠ করা হবে। এই চ্যানেলের মাধ্যমে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবীর অমৃত বাণী বারংবার স্মরণ এবং মনন করব। পরিস্থিতির চাপে এবং সময়ের অভাবে আমাদের মধ্যে অনেকেই হয়তো আর আধ্যাত্মিক সৎসঙ্গ করতে দূরে দূরে কোন আশ্রম, মঠ বা মিশনে যেতে সক্ষম হন না। বিভিন্ন সদ্গ্রন্থ থেকে যখন নানান বিষয়ে পাঠ এবং আলোচনা করা হবে আমাদের এই চ্যানেলে তখন দর্শক এবং শ্রোতা বন্ধুদের মনে হবে তারা যেন কোন সৎসঙ্গেই সরাসরি রয়েছেন। বর্তমান যুগে Young ছেলে-মেয়েরা বই পড়ার আগ্রহ বহুলাংশেই হারিয়ে ফেলেছে। বেশিরভাগ মানুষই আজ মোবাইল ফোন এবং দূরদর্শনের প্রতি আসক্ত। তাই আজ মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছি ঠাকুর মা এবং স্বামীজীর অমৃতবাণী ও কথা তাদের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজীর জীবন ও বাণী আমাদের চলার পথের পাথেয় হয়ে উঠুক।