? To Myself.

সাধারণ মানুষ হয়েও জীবনে চলতে গিয়ে নানা জ্ঞান, তত্ত্ব, তথ্য, দর্শন, ধারণা ও চিন্তার সম্মুখীন হই। একজন বিশ্বাসী এবং সমর্পিত হওয়ার প্রচেষ্টায় প্রতিনিয়ত বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়। আমি তাদের দলভুক্ত যারা জীবনে সফল নন, প্রিয় নন, যাদের কথার গুরুত্ব নেই, নেই কোন সম্মান। তাদের আর কি বা করার থাকে। জীবনে টিকে থাকার সংগ্রাম , সংঘর্ষ করতে করতে হয়ে উঠলাম আমি একজন-Mind Chatter.