Pallabi Mondal

God ❤️ is always with you .

ঈশ্বর সর্বসময় আমাদের সঙ্গেই রয়েছেন।
🤍 পরমেশ্বর আত্মা ।
যদি তুমি নিজের মুখে যীশুকে প্রভু বা গুরু বলিয়া স্বীকার করো, আর নিজের হৃদয় থেকে বিশ্বাস কর যে , পরমেশ্বর যীশুকে মৃত থেকে জীবিত করেছেন, তবে তুমি নিশ্চয়ই উদ্ধার পাবে ।

বিশ্বাসের সহিত পরমেশ্বরের প্রশংসা করো ,আশ্চর্যের বিষয় এই , কেউ যদি বিশ্বাসের সহিত এসে পরমেশ্বরকে যা কিছু চায় বা যা কিছু খোঁজে, তাকে উনি ফলস্বরূপ তা দিয়ে থাকেন।

কোনো কিছু কথা চিন্তা করো না , কিন্ত প্রত্যেক কথাতে নিবেদন , আর বিনীত প্রার্থনা দ্বারা ধন্যবাদের সহিত পরমেশ্বরের সামনে উপস্থিত থাকো ।
আমাদের সমস্ত চিন্তার ভার পরমেশ্বরের উপর ছাড়তে হবে ।
কেননা উনি আমাদের জন্য চিন্তা করেন।