Roaming Bangladesh

Roaming Bangladesh একটি ভ্রমণ বিষয়ক ইউটিউব চ্যানেল। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এই চ্যানেল থেকে প্রচারিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ও প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দেখার জন্য নিয়মিত বিরতিতে যাত্রা করে টিম Roaming Bangladesh. তুলে আনে ঐ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং জনপদের মানুষের জীবন যাত্রার সব তথ্য।
আমরা অনেক টাকা খরচ করে , সময় ব্যয় করে বিভিন্ন দেশ ঘুরতে যাই। কিন্তু বাড়ির পাশে ধানের শীষের উপর একটি শিশির ফোঁটার সৌন্দর্য উপভোগ করার সময় আমাদের হয়ে উঠেনা। আগে দেখি, নিজের দেশের সৌন্দর্য। আবিস্কার করি প্রকৃতির সৌন্দর্যের পরতে পরতে লুকিয়ে থাকা বিভিন্ন অনুঘটক।
তবেই নিজের দেশকে জানা হবে। নিজের অস্তিত্ব কে জানা হবে।
আর নয় বিদেশ
ঘুরে দেখি দেশ
সাথে আছে
রোমিং বাংলাদেশ।
ভ্রমণ করুন। দেশকে জানুন।
ধন্যবাদ আপনাকে।