Hasan sami

প্রতিটি কাজই যেন হয় আল্লাহ তাআলার জন্যে।

আমার কাজে সমালোচকের সমালোচনার ভয় থাকলেই আমার কাজটি সুন্দর হয়,
আর যদি মনে করি যেভাবে খুশি সে ভাবেই কাজ করবো করতে থাকি
কে কি বলবে বলুক সমস্যা নেই।
তাহলেই দেখি কাজে অলসতা আসে
কাজে ভূল করি...

প্রতিটি মানুষকে মরতে হবে। এটা যতটা সুনিশ্চিত এবং সর্বসম্মত, পৃথিবীতে এরচেয়ে সুনিশ্চিত ও সর্বসম্মত দ্বিতীয় কোনো বিষয় নেই। এই কথা শুধু মুসলমানই না, বরং প্রতিটি মানুষই বিশ্বাস করে।

আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মেনি, মানুষের মৃত্যু হবে না বলে যে মত পেশ করেছে। মানুষ আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর দিকে আহ্বানকারীদের মুখের ওপর বলে দিয়েছে, আমি আল্লাহকে মানি না। কিন্তু আজ পর্যন্ত মৃত্যুকে অস্বীকারকারী কারো দেখা পাওয়া যায়নি। যত বড় মুশরিক হোক কিংবা নাস্তিক হোক কিংবা ধর্মহীন হোক আজ পর্যন্ত কেউ বলেনি মৃত্যু আসবে না। সব বিষয়ে মতবিরোধ আছে। কিন্তু এটি এমন এক বিষয়, যা সম্পর্কে কারো ভিন্নমত নেই। মৃত্যু কখন আসবে, কেউ জানে না। এ বিষয়েও সবারই একমত।