নিশাচরী🪴

আসসালামুআলাইকুম । বন্ধুরা সবাই কেমন আছেন?
আমি একজন বাংলাদেশি এবং আপনাদের সাথে নিজের জীবনের কিছু গল্প শেয়ার করতে আমার ইউটিউবে আসা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াশোনা করছি । আমার বাড়ি সিলেট জেলায়। পড়াশোনার পাশাপাশি আমি টিউশন করাই । মানুষের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে, টিউশনি আমার নতুন মানুষ দের সাথে মিশা এবং ইনকাম এর প্রধান মাধ্যম । অবসর সময়ে আমি কন্টেন্ট বানাতে পছন্দ করি। আমার জীবনে অনেক ট্র্যাজেডি পার করে আজ এই অবস্থানে আসা। এখানে আসতে আমার পরিবার এবং বাবা মায়ের দোয়া ও ভালোবাসার পাশাপাশি যে মানুষটা সাপোর্ট দিয়েছে সে হচ্ছে আমার স্বামী ।সেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র । এখন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক । তার সাথে আমার প্রায় ছয় বছরের পথচলা। ২০২৩ এর ১৩ ই মার্চ পরিবারের সম্মতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তার জীবনের গল্প আমার চাইতেও বেশি pathetic । আমাদের জীবনের গল্প জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল টি। ধন্যবাদ সবাইকে ।