আদর্শ মৎস্য হ্যাচারী

আসসালামু আলাইকুম।

আদর্শ মৎস্য হ্যাচারী এন্ড নার্সারী বাংলাদেশর মধ্য রেণু পোনা উৎপাদন কারি সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান।

আমাদের প্রতিষ্ঠান ১৯৯৪ সাল থেকে অতান্ত সুনামের সাথে আধুনিক প্রযুক্তি ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কারিগরি সহযোগিতায় ও পরামর্শক ক্রমে গুনগত মানের ও উন্নত জাতের সকল প্রজাতির মাছের রেণু ও চারা পোণা উৎপাদন বিক্রয় ও সরবরাহ করে চাষী ভাইদেরকে ব্যবসায় লাভবান করার পাশাপাশি দেশের প্রোটিন এর চাহিদা পূরণ করে আসছেন১৯৯৪ সাল থেকে আমাদের প্রতিষ্ঠান মাছের রেণু পোনা উৎপাদনের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একাধিক বার পুরস্কারে ভূষিত হন।
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কর্তৃক আমাদের প্রতিষ্ঠান যে সকল পুরস্কারে ভূষিত হন:-

১৯৯৯ সালে জাতীয় যুব পুরস্কার।
২০০২ সালে জাতীয় মৎস্য পুরস্কার।
২০১৭ সালে বঙ্গ মৎস্য পুরস্কার।

Contract:-01609-746283(what's app)(imo)
01796-857069

🚎 🛻 আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছের রেনু পোনা হোম ডেলিভারি দেওয়া হয় ও আপনারা আমাদের এখানে এসে দেখে মাছের রেনু পোনা সংরক্ষণ করতে পারেন।