বিদ্যুৎ মৎস্য পোনা নার্সারি

বিদ্যুৎ মৎস্য পোনা নার্সারি,
যশোরে অনলাইনে পোনা কেনার বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বিদ্যুৎ মৎস্য নার্সারি এন্ড পোনা সাপ্লাইয়ার্স । গুণগত মানসম্পন্ন পোনা। ইনব্রিডিং মুক্ত রেনু পোনা উৎপাদন এবং গণনায় ও মাপের সঠিক দেওয়াই আমার মূল বৈশিষ্ট্য।

আমার আছে দীর্ঘ 10 ((( দশ)))বছরের রেনু পোনা থেকে কালচার পর্যন্ত এর বাস্তব অভিজ্ঞতা যা আমি খামারিদের মাঝে প্রতিনিয়ত ইউটিউব এর মাধ্যমে শেয়ার করি।।পোনা বিক্রি আমার মূল উদ্দেশ্য না খামারিদের মাছ চাষের সঠিক তথ্য প্রদান করাই আমার মূল উদ্দেশ্য।আমার মনে প্রাণে বিশ্বাস খামারিরা সঠিক তথ্য পেলে মাছ চাষে তারা আশা অতীত সফলতা লাভ করতে পারবে। যে' কারণে আমি প্রতিনিয়ত এই পরিশ্রম করে চলেছি। অক্সিজেন ব্যাগে করে যে কোন পরিমাণ এর যে কোন মাছের পোনা সারা বাংলাদেশে সরবরাহ করি।

বিদ্যুৎ মৎস্য পোনা নার্সারি, যশোর
প্রো: মোঃ রেজাউল ইসলাম ((বিদ্যুৎ ))
ঠিকানা: উপজেলা ঝিকরগাছা, গ্রাম ,,বেনেয়ালী বাজার, যশোর,
📲: 📞01978523766 WhatsApp & imo,