Kobitar Shohor

“‘কবিতা অনন্ত শক্তির উৎসধারা’- বোদ্ধাদের অভিমত এমন। বাংলা সাহিত্যে এমনকি বিশ্বসাহিত্যের প্রেক্ষাপটেও সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় কবিতা সম্পর্কিত আলোচনাও সর্বাধিক। কবিতার সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টাও কম হয়নি। এর পরও কবিতার সুনির্দিষ্ট সংজ্ঞা মেলে না।...’’---বীরেন মুখার্জী

‘একটি শিল্পকর্মের জন্য শিল্পীর জীবন এবং বিশ্বাসকে আমাদের জানা প্রয়োজন, সামাজিক এবং ঐতিহাসিক পরিপ্রেক্ষিত জানা প্রয়োজন, শিল্প-সৃষ্টির সময়কালে দার্শনিক এবং নন্দনতাত্ত্বিক উপলব্ধি প্রয়োজন, সঙ্গে সঙ্গে শিল্পরীতি এবং উদ্দেশ্য সম্পর্কে জ্ঞানের প্রয়োজন।’---সৈয়দ আলী আহসান