News Desk Report

তাওহীদ: এক আল্লাহতে বিশ্বাস এবং তাঁর কাছে পূর্ণ আত্মসমর্পণ করা।

নবুয়ত: হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করা।

কুরআন ও সুন্নাহ: কুরআন হলো আল্লাহর প্রেরিত কিতাব এবং মুহাম্মদ (সা.)-এর বাণী ও কর্ম (সুন্নাহ ও হাদিস) হলো এই ধর্মের নির্দেশনা। 

অর্থ: 'ইসলাম' শব্দের অর্থ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা।

অনুসারী: ইসলামের অনুসারীদের 'মুসলিম' বলা হয়।

জীবনব্যবস্থা: এটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা, দয়া এবং মানবিকতার সমন্বয় ঘটায়।

পবিত্র স্থান: মক্কার কাবা শরীফ ইসলামের পবিত্রতম স্থান।

বিশ্বব্যাপী: এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারীর সংখ্যা প্রায় ২০০ কোটি।