Otv ওটিভি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, A smile on the face of an Orphan (Atimer Mukhe Hasi). এতিমের মুখে হাসি, নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন এতিমদেরকে ভালোবাসো আমরা সদা সর্বদা চেষ্টা করব এতিমদেরকে ভালোবাসার জন্য।

অসহায় দরিদ্র তাদেরকে নিয়েই আমাদের এই শুভযাত্রা, আমরা যেন অসহায় দরিদ্র গরিব এবং এতিম যে সমস্ত মানুষ আছে তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি । মানবতার আদরে তাদেরকে যেন রাখতে পারি আপনারাও আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন , আপনারাও যতটুক সময় পাবেন মানুষদেরকে মানবতার ছায়াতে রাখার চেষ্টা করবেন এবং অসহায় দরিদ্র সবাইকে সাহায্য করবেন। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই মানবতার ফিরেওয়ালা কাজ করতে পারি আমিন।