Probash Theke

প্রিয় দর্শক,
"প্রবাস থেকে" ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশ থেকে দূরে নিঃসঙ্গ, নিঃশঙ্ক এক সংগ্রামীর নাম প্রবাসী`। ভিনদেশ-দশের নানাবিধ না দেখা-জানা-শোনা বিষয়গুলি উপস্থাপনের জন্য দারুন এক উদ্যোগ `প্রবাস থেকে`। পৃথিবীর সব প্রান্তের প্রবাসীদের জীবন-জীবিকা, সুখ-দুঃখ, হাসি-কান্না তথা সমুদয় `যাপনের প্রকাশ আনন্দ নিয়েই হবে আমাদের যত আয়োজন। এই চ্যানেলে দেশজ সংস্কৃতি আর প্রবাস সংস্কৃতির মেলবন্ধনের গল্পও ওঠে আসুক সকলের প্রচেষ্টায়। আপনাকে সর্বদাই স্বাগত। আমাদের প্রবাস জীবন হয়ে উঠুক ঢের সুন্দর ও স্বস্তির।
যোগাযোগ -