Sabnaj Kamal

আসসালামু আলাইকুম ।
আমি শাবনাজ আক্তার আঁখি । আমি বাংলাদেশী নতুন ব্লগার।এ কাজটি আমি আমার শখ আর ভালবাসা থেকে শুরু করেছি।আমি আমার শখ এর জায়গাটি আমার সাধ্যমত সুন্দর কিছু দিয়ে সাজানোর চেষ্টা করবো।আমি এখানে আমার প্রতি দিনের ভালো মন্দ শেয়ার করবো।আর এর জন্য আপনাদের ভালোবাসা আর শাপোর্ট আমার অনেক দরকার।আশা করি আপনারা আমার পাশে থাকবেন।আপনাদের ভালোবাসা ই আমার অনুপ্রেরণা।আপনারা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।আমার কোনো ভুল হলে তা ক্ষমা করবেন এবং সংশোধন করে দেবেন।আমাকে কমেন্টে এ ভালো মন্দ জানাবেন।আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পরিবার এবং বন্ধুদের সঙ্গে।আমার চ্যানেল এর সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।