Anis p tv

Anis p tv একটি বাংলা ভাষার খুবই জনপ্রিয় ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সাধারণত বিভিন্ন ধরনের তথ্যবহুল গবেষণামূলক কর্মজীবী মানুষের কর্মকান্ড ও ওয়াজ মাহফিল ভিডিও আপলোড করা করে থাকে। বিভিন্ন উল্লেখযোগ্য জায়গা সম্বন্ধে তথ্য দিয়ে থাকে। ভিন্ন পর্যটন স্পটে গিয়ে ভিডিও ধারণ করে ইউটিউব এর জন্য প্রস্তুত করে থাকেন। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ধারণ করা ;ব্যবসায়িক ধারণা ;সচেতনামূলক তথ্য ;শ্রমজীবী মানুষের উন্নয়ন কিভাবে করা যায়। আইনি সহায়তা। যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করা হয়। বাউল গান আপলোড করা হয়।যাবতীয় ট্রেন সংক্রামত্ম তথ্য দেয়া হয় ট্রেনের সময়সূচী সহ।বিটল পোকার চাষ দেখানো হয়।নিত্য পরিবেশন করা হয়।শর্ট ভিডিও আপলোড করা হয়।