BM Rayhan

আসসালামু আলাইকুম। আমি মোঃ রায়হান!
আমার এই ছোট্ট চ্যানেলটি একটি দেশিও ভিত্তিক চ্যানেল। নিয়মিত দেশের বিভিন্ন যায়গায় ঘুরে এসে নিজের ভ্রমন অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি। মাঝে মাঝে ভ্রমন গাইড দিয়ে থাকি। এতে আমি মনে করি আপনারা ভ্রমনের প্রতি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন দিনের পর দিন। এটা ভালো,খুব ভালো।
আমাদের জীবনে আর ১০টা প্রয়োজনের পাশাপাশি ভ্রমনও একটি প্রয়োজনীয় বিষয়,এই কথাটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, অন্য কথায় আসি, ২০১৯ সাল থেকে আমি নিয়মিত ট্রাভেল করি, কিন্তু অনেক জায়গায় ভিডিও প্রোপারলি করা হয়নি, তাই ভাবলাম সারা দেশটা ঘুরে দেখবো সাথে আপনাদের জন্য ভিডিও করবো। আগে দেশটা সম্পূর্ন করে অন্য দেশগুলো দেখানোর চেষ্টা করবো। মূলত এই চ্যানেলটির যাত্রা শুরু ২০২১ সাল থেকে। আপনাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি, ভালো লাগছে ট্রাভেল করতে, ধন্যবাদ।