Aashiq Majumdar

"একটা সাবস্ক্রাইব, একটা লাইক… বদলে দিতে পারে একটি জীবন।"

জানি না, জীবনের কোথায় গিয়ে থেমে যেতে হয়।
২০১১ সালে আমি ইউটিউব ও শর্ট ফিল্ম নিয়ে কাজ শুরু করি। অনেক স্বপ্ন ছিল।
কিন্তু দুর্ভাগ্য যেন আমার নিত্যসঙ্গী হয়ে যায়। সময়ের এক অন্ধ মোড়ে আমি জড়িয়ে পড়ি মাদকের ভয়ংকর অন্ধকারে।

নিজ চোখে দেখেছি কীভাবে সর্বনাশ।
২০১৪ সালে ভর্তি চট্টগ্রামের "আর্ক" মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।
সেখান থেকেই শুরু হয় আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ—নতুনভাবে বাঁচার।

১১ বছর ধরে মাদকমুক্ত জীবন যাপন করছি।
এই দীর্ঘ পথ ছিল কাঁটায় ভরা, নিঃসঙ্গতায় মোড়ানো।
আর ততদিনে আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন—সব যেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

আবার নতুন করে শুরু করেছি—একটা পুরনো স্বপ্নকে বুকে নিয়ে।
এখন আমার স্বপ্ন, একজন বাইক ভ্লগার হওয়া। নিজের গল্প, ভ্রমণ, অনুভব—সবকিছু ক্যামেরায় তুলে ধরতে চাই।

এই যাত্রায় আমি একা নই, চাই আপনাদের পাশে।
আপনার একটি সাবস্ক্রাইব—হয়তো নতুন করে আলো জ্বেলে দেবে আমার স্বপ্নপথে।

যখন আমার বয়সী অনেকের সন্তান কলেজে যাচ্ছে,
তখন আমি স্বপ্নকে বুকে নিয়ে আবার হাঁটছি শুরু থেকে।
ছোট্ট একটি ক্লিক, হতে পারে আমার জীবনের নতুন সকাল।