Zakia

আসসালামু আলাইকুম🌸ইসলামই একমাত্র ধর্ম,যে ধর্ম প্রতিটি মানুষের হক নিশ্চিত করেছে। সৃষ্টিকর্তা তার ইবাদতের পরেই মাতাপিতার প্রতি সদব্যবহার করাকে সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। ধনী-গরীব, কাল-সাদা, ছেলে-বুড়ো প্রতিটি মানুষের প্রাপ্য হক যথাযথ ভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামীন। তাইতো ইসলাম এবং কুরআনের আলো ছড়িয়ে দেয়ার ক্ষুদ্র চেষ্টা❤️ আমার জ্ঞানের পরিধি খুবই সামান্য, সেই সামান্য জ্ঞানের আলোই আমার দ্বীনি বোনদের মাঝে ছড়িয়ে দিতেই এই চ্যানেল❤️সবাই দোয়া করবেন, পাশে থাকবেন❤️